ক্রিমসনকাপ কফি ও হাক্কা ঢাকাকে জরিমানা

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৭:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় এ সব অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। 

অভিযানে মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন নাহার হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা, ধানমন্ডির ক্রিমসনকাপ কফি হাউজকে এক লাখ টাকা ও একই এলাকার হাক্কা ঢাকাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির  ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৩মে/এএ/ইএস