সিপিএলে দল পেলেন আফিফ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৮:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরের নিলামে বাংলাদেশের ১৯ বয়সী অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আফিফ দল পেলেও বাংলাদেশ থেকে সাকিব-তামিম-মুশফিক-রিয়াদদের কেউ দল পাননি। সিপিএলের নিলামে বাংলাদেশ থেকে মোট ১৮ জনের নাম ছিল। কিন্তু দল পেয়েছেন শুধু আফিফ।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সিপিএল। ওই সময়ে অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যার কারণে জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত থাকবেন। এজন্য সাকিব-তামিমদের নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।

আফিফ হোসেন মূলত সকলের নজরে আসেন ২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সেবার রাজশাহী কিংসের হয়ে আলো ছড়ান তিনি। জাতীয় দলেও খেলার সুযোগ পেয়েছেন প্রতিভাবান এই অলরাউন্ডার। বিপিএলে সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে।

সাকিব-তামিম-রিয়াদ ও মিরাজের পর বাংলাদেশ থেকে পঞ্চম ক্রিকেটার হিসাবে সিপিএলে অংশ নিতে যাচ্ছেন আফিফ। এবারই প্রথম বিদেশি কোনো লিগে আফিফ সুযোগ পেলেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে বিদেশি কোনো লিগে আফিফ সুযোগ পেলেন।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)