জ্বরে আতঙ্কিত না হয়ে শুরুতেই ডেঙ্গু কি না পরীক্ষা করুন

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১৮:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্বর হলেই আতঙ্কগ্রস্ত না হয়ে চিকিৎসা করাতে হবে। পরীক্ষা করে নিশ্চিত হতে হবে ডেঙ্গু বা চিকুনগুনিয়া জ্বর কি না। 

বৃহস্পতিবার দুপুরে আব্দুল হালিম কমিউনিটি সেন্টারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অবহিতবরণ সভায় এ আহ্বান জানানো হয়। 

গত কয়েকদিন ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চলভাগ করে এডিস মশার প্রজনন, এর প্রতিকার, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। 

সভায় স্বাস্থ্য অধিদফতরের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. খাদিজা সুলতানা বলেন, ডেঙ্গু রোগি সনাক্ত করার কাজটি দ্রুত করতে হবে। বসে থাকা যাবে না। ডেঙ্গু সচেতন হতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে চলে যেতে হবে।

তিনি বলেন,  যেসব জায়গায় বেশি মশা সেসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 

নতুন ভাইরাস 'জিকা' নিয়ে তিনি বলেন, আমাদের।দেশে জিকা ভাইরাস নেই। তবে পাশের দেশে জিকা জ্বর পাওয়া গেছে। তাই এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। এটা ডেঙ্গুর থেকেও ভয়াবহ। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।  

(ঢাকাটাইমস/২৩মে/বিইউ)