প্রস্তুতি ম্যাচের ভেন্যুতে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:৩৪ | প্রকাশিত : ২৩ মে ২০১৯, ২১:০২

লিস্টার ছেড়ে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে এখন বাংলাদেশ। ওয়েলসের শহরটির সোফিয়া গার্ডেনসে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তিন দিনের ক্যাম্প শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লিস্টার ছেড়ে কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ দল।

অধিনায়ক মাশরাফি মুর্তজা ছাড়া বাকি সবাই কার্ডিফে পৌঁছে গেছেন। মাশরাফি লন্ডনে অধিনায়কদের সংবাদ সম্মেলন পর্ব সেরে কার্ডিফে যাবেন। সেখানে দুই দিনের অনুশীলন শেষে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।

শুক্রবার থেকে শুরু বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ। বাংলাদেশ কার্ডিফে দুই দিন অনুশীলন শেষে রবিবার ভারত ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে। এরপর ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে তারা। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতার পর বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার পারদ উঁচুতে সমর্থকদের। এমনকি বাংলাদেশ ফাইনাল খেতে পারতে, এমন বিশ্বাসও আছে অনেকের মনে। যদিও মাশরাফি সতর্ক। ত্রিদেশীয় সিরিজ জিতলেও তার মতে, ‘বিশ্বকাপ ভিন্ন টুর্নামেন্ট, ওখানে নতুন করেই শুরু করতে হবে।’

তিন দিনের ছুটি কাটিয়ে লন্ডনে ফেরার দিনে বিমানবন্দরে মাশরাফি বলেছেন, ‘দুটো দুই রকম টুর্নামেন্ট। তারপরও আশা করি ভালো হবে, এই মুহূর্তে সবার আত্মবিশ্বাস ভালো আছে। বিশ্বকাপে শুরুটা গুরুত্বপূর্ণ। শুরু ভালো করতে পারলে হয়তো আমাদের জন্য ভালো হবে। আমরা সবাই আত্মবিশ্বাসী।’

দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপে আমার যেন ভালো করতে পারি— সবাই দোয়া করবেন।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারের স্বপ্ন তাই আরও বড়। তাছাড়া ত্রিদেশীয় সিরিজ জিতে প্রত্যাশার মাত্রাও বাড়িয়ে দিয়েছেন সৌম্য-মোসাদ্দেকরা।

(ঢাকাটাইমস/২৩মে/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :