ভেনিসে ভৈরব পরিষদের আয়োজনে কোরআন প্রতিযোগিতা

প্রকাশ | ২৩ মে ২০১৯, ২২:০১

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির ভেনিসে ভৈরব পরিষদের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দুইটি গ্রুপে প্রায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই সমিতি গঠনের পর থেকেই ব্যতিক্রমী কার্যক্রম করে প্রবাসে বেশ সুনাম অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় রমজান মাসে প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের ছেলে মেয়েদের ইসলামের পথে উদ্বুদ্ধ করতেই এই সৃজনশীল আয়োজন।

অনুষ্ঠান শুরুতেই কোমলমতি শিশুদের পবিত্র কোরআন তেলায়াতের সুরের মূর্ছনায় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বাংলাদেশ সমিতি ভেনিস, সাবেক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, ভেনিস বাংলা স্কুল, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা সমিতি, গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ভৈরব সমিতি, আব্দুল্লাহপুর  আঞ্চলিক সমিতি, দোহার ভেনিস ঐক্য পরিষদ, দোহার নবাবগঞ্জ সমিতি, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটিসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)