খুলনায় এক কেজি স্বর্ণের বারসহ নারী আটক

প্রকাশ | ২৩ মে ২০১৯, ২৩:২৪

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

খুলনা নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেক পোস্ট এলাকায় এক কেজি ওজনের একটি স্বর্ণের বারসহ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

জব্দ স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী পদ্মা পরিবহনের একটি বাসে পথেরবাজার চেকপোস্টে তল্লাশি চালায় পুলিশ। এসময় এক কেজি ওজনের একটি স্বর্ণের বারসহ কুলসুম বেগমকে আটক করা হয়। ভারত থেকে এ বারটি আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক কুলসুম বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাজুরবাড়িয়া এলাকার আবু তাহেরের স্ত্রী। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)