মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিল্পী খালিদ হোসেন

প্রকাশ | ২৩ মে ২০১৯, ২৩:২৮

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

নজরুল সংগীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সংগীত গুরু খালিদ হোসেন তার মা রাহিমা খাতুনের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

বৃহস্পতিবার বাদ এশা এবং তারাবির নামাজের পর রাত ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরে দাফন করা হয় তাকে।

জানাজায় শিল্পী খালিদ হোসেনের একমাত্র সন্তান আসিফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আত্বীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বৃহস্পতিবার সকালে দুই দফা জানাজা শেষে সন্ধ্যায় ঢাকা থেকে তার লাশ নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছায়।

বুধবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মারা যান।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)