ময়মনসিংহে ৬০ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ২৩:৪৪

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে দুঃস্থ নারীদের জন্য বরাদ্দ ভিজিডি প্রকল্পের ৬০ বস্তা চাল (২৪০৬ কেজি) দুটি ট্রলিযোগে পাচারকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদা আক্তার আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। জব্দ চালের সরকারি মূল্য প্রায় নব্বই হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসব চাল জব্দ করা হয়।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদা আক্তার জানান, আটককালে স্থানীয় বেপারীরা ভিজিডি কার্ডধারীদের নিকট থেকে চাল ক্রয় করেন বলে তাকে জানিয়েছেন। পরে তিনি জব্দ চাল থানায় হস্তান্তর করেছেন বলে জানান।

নান্দাইলে আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এ ব্যাপারে জানান, গত দুদিন ধরে তিনি ভিজিডি কার্ডধারীদের নিকট চাল বিতরণ করেছেন। কার্ডধারীরা চাল গ্রহণ করে রাস্তায় বেপারীদের নিকট বিক্রি করেছেন। এতে তার ইউনিয়ন পরিষদের কোন দায়-দায়িত্ব নেই বলে তিনি দাবি করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)