কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দেড় ডজন মামলার আসামি নিহত

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১০:৩৫ | আপডেট: ২৪ মে ২০১৯, ১০:৩৬

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও দেড় ডজন মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক,  ডাকাতি ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত দেড় ডজনের মতো মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জাকিরকে ধরতে রাত দুটার দিকে পুলিশ পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী বাঁধে অভিযান চালায়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারি জাকির গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১২ শ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এমআর