‘চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:৫৫ | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১২:৫৪

সম্প্রতি আফগানিস্তানের রশীদ খানকে টপকে ওয়ানডে ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থান পুনরুদ্ধার করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ টিমকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপ জয় করার মতো সামর্থ্য টাইগারদের আছে।’

ইন্ডিয়ান একটি সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘আমাদের টুর্নামেন্ট জেতার মোক্ষম সুযোগ রয়েছে। সামঞ্জস্যপূর্ণ দলীয় পারফরম্যান্সে আমরা সহজেই নকআউট পর্ব শেষ করতে পারব, এমনকি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমি এবারের দল নিয়ে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী।’

এই অলরাউন্ডার নিজের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাইব এবার আইসিসি বিশ্বকাপ ট্রফি আমাদের থলেতেই আসুক। কিন্তু স্বপ্ন সত্যি করতে হলে খেলার কিছু ব্যাপার আছে যেগুলো সার্বিকভাবে পূরণ করতে হবে। আমি আইপিএলে খুব ভালো খেলতে পারিনি, তখন থেকেই সবসময় নিজেকে কিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চেষ্টা করেছি।’

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক, লিটন দাস, সৌম্য সরকারদের পারফরম্যান্স সাকিব আল হাসানের আত্মবিশ্বাস আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেছে টাইগাররা।

বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব জয়ী এই ক্রিকেটার বলেন, ‘অভিজ্ঞতার দিক দিয়ে কমতি নেই আমাদের। চার-পাঁচজন খেলোয়াড় আছে আমাদের যাদের তিন/চারটি বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে। অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া। আমরা বুঝতে পারব খেলার কোন অংশে কী করতে হবে। তবে দলের সামঞ্জস্যতা থাকলে আমাদের জন্য আরো সহজ হবে।’

খুব সম্ভবত এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ যেখানে দলের পাঁচ স্তম্ভ মাশরাফি, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ ও সাকিব একসাথে খেলবেন।

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :