পর্তুগাল দলে ফিরলেন রোনালদো

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১৪:১৯ | আপডেট: ২৪ মে ২০১৯, ১৪:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতীয় দলে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী নেশন্স লিগ ফাইনালসের জন্য পর্তুগালের ২৩ জনের দলে জায়গা পেলেন সিআর সেভেন।

জাতীয় দলের গত কয়েকটি ম্যাচে মাঠে নামেননি রোনালদো। কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে আলোচনাক্রমে পর্তুগাল দল থেকে সাময়িক বিশ্রামে ছিলেন রোনালদো। জুভান্টাসকে সিরি-এ চ্যাম্পিয়ন করার পর হাতে বেশ কিছুটা অবসর সময় থাকায় নতুন টুর্নামেন্টে দেশের জার্সিতে মাঠে নামতে রাজি হয়ে যান ক্রিশ্চিয়ানো। শুধু দলে ফেরাই নয়, টুর্নামেন্টে পর্তুগালকে নেতৃত্ব দেবেন রোনালদো।

৫ জুন পোর্তোয় সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগ ফাইনালসের সেমিফাইনালে মাঠে নামবে পর্তুগাল। অপর সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দু’টি ম্যাচের জয়ী দল ৪ দিন পর ফাইনাল ম্যাচে মাঠে নামবে একে অপরের বিরুদ্ধে।

৩৪ বছর বয়সী রোনালদোর পাশাপাশি পর্তুগাল দলে জায়গা পেয়েছেন বেনফিকার বিস্ময় বালক জোয়াও ফেলিক্স। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হতে পারে এই টিন-এজারের। বেনফিকার হয়ে আত্মপ্রকাশ মৌসুমের নজরকাড়া পারফরম্যান্স করেছেন ফেলিক্স। প্রথম মৌসুমে ২০টি গোল করার পাশাপাশি ১১টি গোলের পাস বাড়িয়েছেন তিনি।

ক’দিন আগে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৩ জনের দলে নাম রয়েছে রোনালদোর প্রধানতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। এলএম টেন ছাড়াও আর্জেন্টিনা দলে নাম রয়েছে সার্জিও আগুয়েরো ও ডি মারিয়ার। তবে জায়গা হয়নি অভিজ্ঞ গঞ্জালো হিগুয়েনের।

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)