কৃষকের জন্য আপনি কী করেছেন?

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১৫:০৪

হাসান বায়েজিদ

আপনারা সুশীলরা যেটাকে স্ট্যান্ডবাজি মনে করেন, আমরা সেটাকে পরিবর্তনের সূচনা মনে করি। অতীত ইতিহাস সম্পর্কে আপনাদের যে ধারণা কম, অভিজ্ঞতা কম সেটিকেও নির্দেশ করে আপনাদের মূর্খ আচরণ! প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিকদের সাথে উঁচু তলার মানুষেদের যে ব্রাক্ষণবাদী আচরণ সেটি আপনারা না জানলে সেখানে ব্যর্থতাটা আপনাদেরই। তাই পরিবর্তনের সূচনা যেমন ভাবেই হোক সেটা মেনে নিতে হয়।

একজন জেলা প্রশাসক ক্ষেতে নেমে ধান কাটছে, একজন এসপি ক্ষেতে নেমে ধান কাটছে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্ষেতে নেমে ধান কাটছে, এগুলোর একটি সিম্বলিক ভ্যালু আছে। এগুলো দিয়ে রাতারাতি কৃষকের অবস্থার পরিবর্তন না হলেও এগুলো দিয়ে কৃষকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গীর অনেকটাই পরিবর্তন হবে। এগুলো দিয়ে উঁচু তলার সমাজে কৃষকদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রমাণ করা সম্ভবপর।

ছাত্রলীগ যেটি করছে সেটি নিয়ে আপনি তামাশা করছেন! কারণ আপনাদের ধারণা ছাত্রলীগের ছেলেরা খারাপ, ছাত্রলীগ মানেই চাঁদাবাজ, ছাত্রলীগ মানেই বদমাশ! এগুলো মূলত আপনার মগজের বিল্টইন মরীচিকার ফসল। বন্যার সময় ছাত্রলীগ দিনে ১০ হাজার রুটি বানাতো! এর অর্থ কি ছাত্রলীগ সারা বছরই রুটি বানায়? পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়াই হচ্ছে বিজ্ঞ রাজনৈতিকদের কাজ।

ছাত্রলীগ সভাপতি শোভন ভাই পরিপাটি কাপড় পরে ধান কেটেছে, সাধারণ সম্পাদক ঝকঝকে কাপড় পরে ধান কাটছে এটা নিয়ে আপনারা ট্রল করার পূর্বে আপনি/আপনারা সারাজীবনে কৃষকের জন্য কী কী করেছেন সেটা প্রকাশ করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এক লাইনও লিখতে পারবেন না।

লেখক: ছাত্রলীগ কর্মী