প্রবীর সিকদারের বিচার চান সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৫৮ | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১৮:২৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ফরিদপুরের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক প্রবীর সিকদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত ফরিদপুরের সাংবাদিক সমাজ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের সহসভাপতি আছাদুজ্জামানের সঞ্চালনায় ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক-কলামিস্ট খন্দকার আতাউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি লায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক অমরেশ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব খান, অশোকেশ রায়, সুদীপ ঘোষ ও শফিকুল ইলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রবীর সিকদার সাম্প্রতিককালে বেশ কিছু ফেসবুক পোস্ট দিয়ে ফরিদপুর ও জাতীয় জাতীয় নেতা-নেত্রীদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার ও কুৎসা রটাচ্ছেন। একই সঙ্গে নানা রকম ধর্মীয় বিভক্তির উস্কানিমূলক কথা লিখে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ আমাদের প্রিয় জন্মভূমি ফরিদপুর জেলাকে অশান্ত করে তুলেছেন। তার এই উস্কানি এখন হিন্দু-মুসলিম ধর্মীয় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে।’

সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা ফরিদপুরের বিবেকবান সাংবদিকদের পক্ষ থেকে অনতিবিলম্বে প্রবীর সিকদারের এই ভ্রান্ত পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

(ঢাকাটাইমস/২৪মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :