জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার দাবি

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১৮:৩৪

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের আন্তর্জাতিকভাবে সহযোগিতা করার দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। ‘যশোর ব্রাইটাস টিম’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষকদের। এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভয়াবহ রোগ দেখা দিচ্ছে। এ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক ফর্মূলা আবিষ্কার করার দাবি জানানো হয়।’

মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনটির পরিচালক ফারিহা অমি, সহকারী পরিচালক শোয়েব হাসান ও রিফাত জামান।

মানববন্ধনে যশোর এমএম কলেজ, বিএফ শাহীন কলেজ, কালেক্টরেট স্কুল, হাজী মোহাম্মদ মহসিন স্কুল, মুসলিম একাডেমি স্কুল ও বাদশা-ফয়সাল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :