ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে নিহত আবৃত্তিশিল্পী শরীফ স্মরণে শোক মিছিল

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১৯:১৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

সড়ক  দুর্ঘটনায় নিহত আবৃত্তিশিল্পী শরীফ মুহাম্মদ সাঈম স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে তিন দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে এ শোক মিছিল হয়।

শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক এটিএম ফয়েজুল কবীর, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মনির হোসেন, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হৃদয় কামাল, রক্তদানকারী সংগঠন আত্মীয় পরিচালক সমীর কুমার চক্রবর্তী, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শারমিন সুলতানা, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া।

প্রসঙ্গত, গত ২২ মে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আবৃত্তি শিল্পী শরীফ মুহাম্মদ সাঈম নিহত হন।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)