‘শিক্ষাব্যবস্থায় কারিগরি বিষয়ে জোর দেয়া হচ্ছে’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১৯:১৭

মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় কারিগরি বিষয়ে অধিক জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থায় গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এখন শিক্ষার মানবৃদ্ধির কাজ করছি।’

দীপু মনি বলেন, ‘শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীরা যেন উন্নত জীবন পায়, তাদের যেন আত্মকর্মসংস্থানের সুযোগ হয়, সেই কারণে আমরা শিক্ষাব্যবস্থায় কারিগরি ব্যাপারে অধিক জোর দিচ্ছি। ২০১০ সালে দেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ভর্তির হার ১ ভাগেরও কম ছিল। আমরা বলেছিলাম ২০২১ সালের মধ্যে তা ২০ ভাগে উন্নীত করব। ইতোমধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ভর্তির হার শতকরা ১৬ হয়েছে। আমি বিশ^াস করি, ২০২১ সালের মধ্যে তার ২০ ভাগে উন্নীত হবে এবং ২০৩০ সালে তা শতকরা ৩০ শতাংশে দাঁড়াবে।’

মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে সকল শিক্ষার্থীর কারিগরি শিক্ষা দেয়া হবে। শুধুমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষাযুক্ত করা হবে। যাতে সকল শিক্ষার্থীর কারিগরি বিষয়ে অন্তত একটি বা দুটি বিষয়ে জ্ঞান থাকে।’

ধানের মূল্য নিয়ে দীপু মনি বলেন, ‘এবছর ধানের ব্যাপক ফলন হয়েছে তা দেশের জন্য ভালো। উৎপাদন বেশি হওয়ায় হয়তো বাজারে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই সরকার ধান কেনা শুরু করেছে। সরকারের পক্ষ থেকে কৃষককে কৃষিকাজে নানা ক্ষেত্রে ভর্তুকি দেয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষকরা কাজ করছেন বলে দেশে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।’

এর আগে মন্ত্রী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :