টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা রেঞ্জের ডিআইজির শ্রদ্ধা

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১৯:২১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি হাবিবুর রহমান।

শুক্রবার দুপুরে জাতির পিতার সমাধিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় ঢাকার পুলিশ সুপার শাহ মিজান মো. সফিউর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, নড়াইলের পুলিশ সুপার জসিমুদ্দিন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)