সরকার গরিবের কথা ভাবে না: মিনু

প্রকাশ | ২৪ মে ২০১৯, ১৯:৫৩

ব্যুরো প্রধান, রাজশাহী

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সরকার গরিব মানুষের কথা ভাবে না। তাই রোদে-পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষক ফসল ফলিয়েও ন্যায্য মূল্য পায় না। শ্রমিকরা কাজ করে শরীরের ঘাম ঝরালেও পারিশ্রমিক পায় না। তাদের আন্দোলন করতে হয়।’

শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে নগর ছাত্রদল।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘এখন খাদ্যগুদামে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগের লোকজন ছাড়া সাধারণ কৃষক ধান দিতে পারে না। এই অনিয়ম দূর করতে হবে। একইসঙ্গে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আর ঈদের আগেই রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। তা নাহলে বিএনপি বসে থাকবে না।’

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনিও ধানের ন্যায্যমূল্য নির্ধারণের পাশাপাশি পাটকল শ্রমিকদের বেতন-ভাতা বুঝিয়ে দেয়ার দাবি জানান।’

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। এতে নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)