মুন্সীগঞ্জের তিন উপজেলায় কাল বিদ্যুৎ থাকবে না

প্রকাশ | ২৪ মে ২০১৯, ২০:১১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজংয়ে বিদ্যুৎ সরবরাহ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। সিরাজদিখানের ধলেশ্বরী শাখা নদীর (তালতলা-বালিগাঁও খাল) কাইচাইল-বাড়ৈপাড়া এলাকায় ৩৩ কেভি দুটো লাইনে সমস্যা সমাধানে কাজ চলবে। ভবিষ্যতে যাতে সমস্যা না হয় এজন্য আরো দুটি অতিরিক্ত নতুন লাইনের কাজ করা হবে।

এ জন্য শুক্রবার লাইন টেকনিশিয়ান ওবায়দুর রহমানের নেতৃত্বে সিরাজদিখানের বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়।

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম জাকির হোসেন জানান, আমাদের জেলায় বিদ্যুতের কোন ঘাটতি নেই, তাই লোডশেডিং নেই। তবে মাঝেমাঝে ঝড়-বৃষ্টি, গাছের ডালকাটাসহ কোন সমস্যা হলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখতে হয়। এই নদীর উপর ৩৩ কেভি লাইন দুটো ঠিক করা এবং নতুন দুটো লাইন চালু হলে সমস্যা অনেকটা কেটে উঠবে। লৌহজং উপজেলার মাওয়া পদ্মাসেতু এলাকা ছাড়া এবং শ্রীনগর উপজেলার সিংপাড়া সাব-স্টেশনের আওতা এলাকা ছাড়া বাকি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)