২ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ

প্রকাশ | ২৪ মে ২০১৯, ২০:১৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঈদ বোনাস ২ জুনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন-১ এর কার্যালয়ে এক জরুরি সভায় এ নির্দেশনা দেয়া হয়।

ঈদকে সামনে রেখে সড়কে যানজট, সন্ত্রাস ও চাঁদাবাজ, গার্মেন্টস শ্রমিকদের সহিংসতা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা করার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নিয়ে এ জরুরি সভা হয়।

সভায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আগামী ২ জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাসসহ মে মাসের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক মালিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ করা হয়েছে। মাস শেষ হওয়ার পর সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধের নিয়ম রয়েছে। সেই হিসাবে এবার ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে কোন সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও যানজট এড়াতে ঈদের আগে ধাপে ধাপে কারখানা ছুটি দিতে বলা হয়েছে।’

মেয়র আরো বলেন, ‘রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য নয়- এমন কোন কারখানা সময়মত বেতন-বোনাস পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সভায় যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে অতিরিক্ত পুলিশিং ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে।’

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা, বিজিএমইএর পরিচালক নাসির উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুল হক রানা, ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মির্জা শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম মাস্টার।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)