‘রমজান ক্ষমা প্রার্থনার মাস’

প্রকাশ | ২৪ মে ২০১৯, ২২:১৭ | আপডেট: ২৪ মে ২০১৯, ২২:২০

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

‘রমজানের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে- এটি ক্ষমা প্রার্থনার মাস। রোজার পরিপূর্ণ হক আদায় করে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইলে তিনি বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল।’

শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা ন্যায়ের পথে সততার সাথে ব্যবসা বাণিজ্য করুন। কোন রকম অন্যায়-অনিয়ম যাতে না হয়- সেদিকে খেয়াল রাখবেন।’

তিনি বলেন, ‘ফরিদপুর এখন শান্তির শহর। এখানে চাঁদাবাজ, সন্ত্রাসী নেই। আমি এ আসন থেকে নির্বাচিত হওয়ার আগে ফরিদপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। আলীপুরে প্রতি মাসে ২/১টি খুন হতো। ফরিদপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ফরিদপুর থেকে সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করেছি। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে। মানুষ বাড়ি-ঘর করতে পারছে।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফুয়াদ, শহর আ’লীগ সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, চেম্বারের পরিচালক নজরুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)