জয়পুরহাটে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মেয়র

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ২২:৪৬

দশ হাজার মানুষকে ইফতার করালেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। শুক্রবার মধ্যে রাত থেকে এই ইফতারের আয়োজন চলে পৌর কমিউনিটি সেন্টার আর শহীদ জিয়া কলেজ মাঠে। দরিদ্র মানুষের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা এ ইফতারের অংশগ্রহন করেন। ইফতার পরিবেশনায় ছিলেন প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক।

ইফতারের তালিকায় ছিল- খেজুর, শরবত, লিচু, আপেল, লাডু, ছোলা, পেয়াজু, ঘি ভাজা জিলাপি, বিরিয়ানি, সালাদ, খাসির মাংস।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল।

ইফতারের রান্নার কাজে নিয়োজিত বাবুর্চি মইনুল ইসলাম দেওয়ান জানান, ১৭ মণ বিরিয়ানির চাল, ১৫ মণ খাসির মাংস, ৮ মণ ডালসহ প্রয়োজনীয় তেল-মশলা। ইফতার পর্ব সম্পন্ন করতে শুক্রবার মধ্য রাত থেকে ৬৫ জন সহ0কারী নিয়ে ৩৫ জন বাবুর্চি রান্নার কাজ করেন।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ‘আমি চেষ্টা করেছি একদিনের জন্য হলেও দরিদ্র মানুষসহ উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে এই রোজায় ভালো খাবারের ব্যবস্থা করতে। দাওয়াত কার্ডসহ ১০ হাজার মানুষের ইফতারের বন্দোবস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :