‘নেতিবাচক রাজনীতি থেকে বগুড়াকে বাঁচাতে হবে’

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৪ মে ২০১৯, ২২:৫৬ | প্রকাশিত : ২৪ মে ২০১৯, ২২:৫৫

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার বগুড়াকে ঘিরে ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। সাঈদীকে চাঁদে দেখা, ভিটামিন ক্যাপসুল ও ধান ক্ষেতে আগুনের মতো গুজব এ বগুড়া থেকে রটানো হয়েছে। এ নেতিবাচক রাজনীতি থেকে বগুড়াকে রক্ষা করতে হবে।’

শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বগুড়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আপনাদের অপমান করেছেন। বগুড়াবাসী তাকে সংসদে পাঠাতে চেয়েছিল; কিন্তু দলের সবাই শপথ নিলেও নাটক মঞ্চস্থ করে তিনি শপথ নেননি। তিনি আপনাদের রায়কে পদদলিত করেছেন। এসব বেঈমানদের চিহ্নিত করার এখনই সময়।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে তামাশা করেছে। তারা নির্বাচন মানে না বলে অপপ্রচার চালাল, আবার শপথও নিল। নারী আসনেও প্রার্থী দিল; কিন্তু ফখরুল বগুড়াবাসীর সঙ্গে উপহাস করেছেন। তাই আগামী ২৪ জুন এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী টি এ জামান নিকিতাকে নির্বাচিত করে তার যথাযথ জবাব দিতে হবে।’

মোদি আবারো ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় বিএনপি এবার মিষ্টি বিতরণ করেছে কিনা- জানতে চান খালিদ। এ সময় হাস্যরসের সৃষ্টি হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হেসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আব্দুল মান্নান এমপি, হাবিবর রহমান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মে/টিএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :