গ্রেপ্তার হতে পারেন মমতা ঘনিষ্ঠ পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১০:০৭

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জামিনের মেয়াদ শেষ হয়েছে৷ যেকোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারে সিবিআই৷ যদিও দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাজীব কুমারকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে৷ সেখানে অসঙ্গতি পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে৷

শুক্রবার সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন রাজীব কুমার৷ সেখানে ফের তিনি ধাক্কা খান৷ মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদলত৷ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি সঞ্জীব খান্না জানান, চিটফান্ড মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে রায় দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ফলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে রাজীব কুমারকে৷

এছাড়া শুনানিতে বিচারপতি রাজীব কুমারকে বলেন, আইনজীবীদের কর্মবিরতি চলছে৷ কিন্তু নিম্ন আদালতের বিচারকরা কাজ করছেন৷ উচিত ছিল সশরীরে উপস্থিত থেকে সমস্যা বিচারকদের জানানো৷ আপনি উচ্চ পর্যায়ের অফিসার৷ অন্যদের থেকে আইন ভালো বোঝেন৷ কিন্তু তবুও পদক্ষেপ নেননি৷ তবে আপাতত রাজীব কুমারকে আগাম জামিনের জন্য নিম্ন আদালতেই আবেদন করতে হবে৷

এরপরই তোড়জোড় শুরু করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এদিন তিনি দিল্লিতে থাকলেও তার হয়ে একজন আইনজীবী বারাসাত আদালতে যান৷ সেখানে তিনি আগাম জামিনের জন্য আবেদন করেন৷ তখনই আইনজীবীদের একাংশ তার বিরোধিতা করে বিক্ষোভ দেখান৷ তাদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই আবেদন করা হয়েছে৷ তারপরই বিচারক ত্রুটিপূর্ণ আবেদন বলে তা খারিজ করে দেন৷ ফের তাকে আবেদন করতে বলা হয়৷

সিবিআই এখনও পর্যন্ত এই আইপিএসের বিরুদ্ধে পদক্ষেপ না করলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশের দাবি, সাত দিনের সময়সীমা শেষ হলেই তারা রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। তাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে রয়েছে।

ঢাকা টাইমস/২৫মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :