কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার খুলছে আজ

আবুল হাসান, গাজীপুর প্রতিবেদক
| আপডেট : ২৫ মে ২০১৯, ১০:২২ | প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১০:১৭

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার ফ্লাইওভার দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

উড়াল সড়ক দুটি খুলে দিলে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ যানজট থেকে অনেকটা রেহাই পাবেন বলে আশা করছেন সড়কটি ব্যবহারকারীরা। এছাড়া আজ চারটি আন্ডারপাস ও দুটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী।

উত্তরবঙ্গের ২৩টি জেলার ১১৮টি রুটের পরিবহন চলাচল করে গাজীপুর জেলার ওপর দিয়ে। এ কারণে প্রতিবছর ঈদ যাত্রায় ঘরমুখো লাখ লাখ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গাজীপুরের যানজট। বিশেষ করে চন্দ্রা, কোনাবাড়ি, কালিয়াকৈর বাইপাসে যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে দিনরাত কাজ করায় ফ্লাইওভার দুটির কাজ পুরোপুরি শেষ হয়।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জিকরুল হাসান জানান, সাসেক প্রকল্পের আওতায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনে ভোগড়া বাইপাস মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে। পাশাপাশি সড়কের দুই পাশে ধীরগতির যান চলাচলের জন্য পৃথক সার্ভিস লেন তৈরির কাজও চলছে। প্রকল্পের অধীন ১১টি ফ্লাইওভার, ১৩টি আন্ডারপাস, ২৬টি ব্রিজ ও ৭৪টি কালভার্ড নির্মাণ করা হচ্ছে। এসব প্রকল্পের ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ও চন্দ্রার ফ্লাইওভারসহ চারটি আন্ডারপাস এবং দুটি ব্রিজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন।

তিনি আরও জানান, ফোরলেন বিশিষ্ট ৪০টি স্প্যানের কোনাবাড়ী ফ্লাইওভারের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৫ মিটার ও প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৫৩ লাখ টাকা। অন্যদিকে সাতটি স্প্যানের কালিয়াকৈরের চন্দ্রায় নির্মিত ফ্লাইওভারের দৈর্ঘ্য ২৮৮ মিটার এবং প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। মহাসড়কের গাজীপুরের কড্ডায় দুই লেন সেতুর পাশে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭০ মিটার ও প্রস্থ ১৪ দশমিক ৭১৫ মিটার এবং ২টি স্প্যান বিশিষ্ট।

এছাড়া মহাসড়কের গাজীপুরের বাইপাইল এলাকায় বিদ্যমান দুই লেন সেতুর পাশে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১২১ মিটার ও প্রস্থ ১৪ দশমিক ৭১৫ মিটার এবং এটি ৫টি স্প্যানের। অপরদিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এপ্রোচ সড়কসহ আন্ডারপাসটির দৈর্ঘ্য ৪২০ মিটার। এছাড়া মির্জাপুর থানার দেওহাটা বাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এবং টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল বাইপাস এলাকায় আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ফ্লাইওভার দুটি যানবাহন চলাচলে উন্মুক্ত করে দেয়ার খবরে খুশি স্থানীয়রা। তারা জানান, প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষকে যানজটে নাকাল হতে হয়। সড়ক মেরামত এবং ফ্লাইওভার দুটি উন্মুক্ত হওয়ার ফলে সহজে যানবাহন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। এতে যানজট মুক্ত ঈদযাত্রা হবে বলে মনে করছেন তারা।

ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :