মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের, সাক্ষাতের দিনক্ষণ স্থির

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১০:৪৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাত করবেন বলেও জানান ট্রাম্প।

ফোনালাপে দু’জনেই আশা প্রকাশ করে জানান, ওই সম্মেলনে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে৷ জুন মাসের ২৮ ও ২৯ তারিখ টোকিওতে জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে৷

লোকসভা নির্বাচনে মোদির জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

মোদিকে শুভেচ্ছা জানাতে গিয়ে চীনা প্রেসিডেন্ট বলেছেন, সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জয়ে মোদীকে শুভেচ্ছা৷ সেই সঙ্গে ভারত-চীনের সুসম্পর্কের ওপরও জোর দিয়েছেন তিনি৷ দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন থেকে একে অপরের সম্পর্কের ওপর  জোর দেন তিনি৷

এর আগে মোদির জয় যখন নিশ্চিত হয়ে যায় তখন টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘মোদী ও তার সঙ্গীদের জয়ে আমি অভিনন্দন জানাই। আগামীদিনে দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে একসঙ্গে উন্নয়নের কাজ করতে পারব ।’

ঢাকা টাইমস/২৫মে/একে