ভারতের লোকসভায় নারী সাংসদদের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১১:০৩

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। লোকসভার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী জয়লাভ করে রেকর্ড গড়েছেন। ৫৪৩ আসনের লোকসভায় এবারের নারী সাংসদের সংখ্যা ৭৮। যা লোকসভা আসনের ১৪ শতাংশ।

১৯৫২ সাল থেকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অতীতে এত বেশি সংখ্যক মহিলা সাংসদ পায়নি লোকসভা। এক্ষেত্রে নজির গড়েছে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ। এই দুটি রাজ্যেই ১১জন করে মহিলা প্রার্থী জিতেছেন।

এর আগে ষোড়শ লোকসভা নির্বাচনে ৬৪ জন মহিলাকে জিতিয়ে সংসদে পাঠিয়েছিল ভোটাররা৷ পঞ্চদশ লোকসভার সময় মহিলা সাংসদদের সংখ্যা ছিল ৫২৷

নির্বাচন কমিশনের সূত্র জানা গেছে, ২০১৯ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭২৪ মহিলা প্রার্থী। এর মধ্যে কংগ্রেস প্রার্থী করেছিল ৫৪ জনকে, বিজেপি ৫৩ জনকে।

ঢাকা টাইমস/২৫মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :