ভারতের লোকসভায় মুসলিম সাংসদ ২৭, বিজেপির শূন্য

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১১:০৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মোট ২৭ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকেই জিতেছেন ১২ জন।

গতবারের তুলনায় সংসদে মুসলিম প্রতিনিধিত্ব বেড়েছে ৪ জন। তবে, বিজেপি ৩০৩টি আসন পেলেও ২৭ মুসলিম সাংসদের মধ্যে একজনও বিজেপির টিকিটে জিতে আসেননি। যদিও বিজেপি ৬ জন মুসলিমকে প্রার্থী করেছিল।

এই ২৭ জনের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, এআইএমআইএমের আসাদ উদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির আজম খান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন ৫ মুসলিম প্রার্থী। কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন ৪ জন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও ইউনিয়ম মুসলিম লিগ থেকে আছেন ৩ জন করে সাংসদ। এআইএমআইএম এর আছে দুই নির্বাচিত প্রতিনিধি। রামবিলাস পাসোয়ানের এলজেপি, শরদ পাওয়ারের এনসিপি, সিপিআইএম ও বদ্রুদ্দিন আজমলের এআইইউডিএফ থেকে জিতে সংসদে এসেছেন একজন করে প্রার্থী।

ঢাকা টাইমস/২৫মে/একে