পাকিস্তানে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ২

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১১:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

পাকিস্তানের কোয়েটা শহরের এক মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আহত ১৫ জনেরও বেশি।  শুক্রবার শহরের রেহমানিয়া মসজিদে ওই বিস্ফোরণে প্রাণহানি বেশি না হলেও সেটি খুবি্ শক্তিশালী ছিল।

জানা গেছে, মসজিদে মুসল্লিদের নামাজের সময়েই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মসজিদে এমন বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী জম কামাল খান আলয়ানি। রমজান শুরু হওয়ার পর থেকে পঞ্চমবার বিস্ফোরণ হল বালোচিস্তানে।

গত ১১ মে গাওদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে সন্ত্রাসবাদী হামলায় নিহত হন ৫ জন। তার এক সপ্তাহের মধ্যে মাকরান কোস্টাল হাইওয়ের উপর ১৪ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়।

ঢাকা টাইমস/২৫মে/একে