পাকিস্তানকে হারাল আফগানিস্তান

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১৪:০৭ | আপডেট: ২৫ মে ২০১৯, ১৪:০৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা খেল পাকিস্তান৷ আফগানিস্তানদের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচেই হার সরফরাজ খানদের৷ শুক্রবার ব্রিস্টলে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারাল আফগানিস্তাান৷ এর ফলে টানা ১০টি ওয়ানডে ম্যাচে হারল পাকিস্তান৷ বিশ্বকাপের আগে যা মোটেই সুখকর নয় সরফরাজদের জন্য৷

আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে দলের অবস্থান ১০ নম্বরে হলেও বিশ্বকাপে শক্তিশালী দলগুলিকে ধাক্কা দিতে তৈরি আফগানিস্তান, প্রথম ওয়ার্ম-আপ ম্যাচেই বুঝিয়ে দিল আফগান ক্রিকেটাররা৷ পাকিস্তানের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় রশিদ খানরা৷ প্রথমে পাকিস্তানকে অল-আউট করে আফগান বোলিং আক্রমণের শক্তি দেখান রশিদ খান মহম্মদ নবিরা৷ তার পর পাক বোলিং আক্রমণের বিরুদ্ধে আফগান ব্যাটসম্যানদের এই জয় নিঃসন্দেহে অন্য দল গুলিকেও সতর্ক করবে৷

রান তাড়া করতে নেমে এদিন দারুণ শুরু করে আফগানিস্তান৷ দুই ওপেনার মহম্মদ শাহজাদ ও হাজরাতুল্লাহ জাজাই। ২৫ বলে ২৩ রান করে শাহজাদ অবসৃত হলেও আক্রমণাত্মক ব্যাটিং করেন ঝাঝাই৷ শাহিন আফ্রিদির এক ওভারে ২১ রান সংগ্রহ করে আফগানিস্তান৷ ম্যাচে হাজরতুল্লাহর সংগ্রহ ২৮ বলে ৪৯ রান৷ ইনিংস সাজানো ৮টি চার ও ২টি ছয়ে৷ মাত্র এক রানের জন্য এদিন হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ঝাঝাই৷ স্পিনার শাদাব খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে ৪৯ রানে সাজঘরে ফিরে যান আফগান তরুণ ব্যাটসম্যান৷

এর পর হাশমতুল্লাহ শহীদির ১০২ বলে ৭৪ রান এবং মহম্মদ নবির ৩১ বলে ৩৪ রানের ইনিংসকে আফগানদের সুনিশ্চিত পথে এগিয়ে নিয়ে যায়৷ শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহিদি৷ ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংসে ৭টি বাউন্ডারি মারেন তিনি৷ শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ৪ রান৷ রিয়াজের প্রথম ডেলিভারি রশিদ খান মিস করলেও পরের বলেই দু’রান নিয়ে জয় হাতের মুঠোয় করেন৷ শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান৷

ব্রিস্টলে এদিন টস জিতে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং নেন পাক অধিনায়ক সরফরাজ খান৷ ইমাম-উল হকের ব্যাটে শুরুটা ছন্দে করলেও শেষটায় পাক ব্যাটিংয়ে ভরাডুবি৷ যার জেরে ৪৭.৫ ওভারেই পাকিস্তানের সব ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান৷ ২ ওভারে বাকি থাকতেই অল-আউট হয়ে ধরাশায়ী সরফরাজ অ্যান্ড কোম্পানি৷পাকিস্তানের হয়ে ইনিংসে সর্বোচ্চ ১১২ রান করেন বাবর আজম৷ ১০৮ বলে তাঁর ইনিংস সাজানো ১০টি চার ও ২টি ছয় দিয়ে৷ বাবর ছাড়া রান ইমাম উল-হক ৩২ ও অভিজ্ঞ শোয়েব মালিক ৪৪ রানের দামি ইনিংস খেলেন৷

বল হাতে এদিন আফগানিস্তানের হয়ে বাজিমাত করেন মহম্মদ নবি৷ আইপিএলে ব্যাটে-বলে ছন্দে ছিলেন৷ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ সেই ছন্দই ধরে রেখে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন নবি৷ অন্য স্পিনার রশিদ খান ৯ ওভারে ২৭ রান খরচ করে ২ উইকেট পান৷ জুটিতে ৫ উইকেট তুলে নেন দুই স্পিনার৷ আফগানিস্তানের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ ২৭ মে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ আর পাকিস্তান দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে সোমবার বাংলাদেশের বিরুদ্ধে৷

(ঢাকাটাইমস/২৫ মে/এসইউএল)