ফ্ল্যাট পিচ নিয়ে চিন্তিত নন চাহাল

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১৪:৫২ | আপডেট: ২৫ মে ২০১৯, ১৪:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপের ফ্ল্যাট পিচে হাইস্কোরিং ম্যাচের সম্ভাবনা৷ কিন্তু এতে বিন্দুমাত্র বিচলিত নন টিম ইন্ডিয়ার লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল৷ শুক্রবার বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান৷ ইংল্যান্ডের ফ্ল্যাট পিচে ১৯৯২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সহজেই ২৬২ রান তাড়া করে ম্যাচ জিতেছে আফগানরা৷

অন্য ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৮ রান তুলে ৮৭ রানে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা৷ অর্থাৎ বিশ্বকাপের হাইস্কোরিং ম্যাচের আভাস পাওয়া গিয়েছে প্রথম দিন থেকেই৷ বিশ্বকাপে ভারত দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে বিশ্বকাপ খেলতে নামছে। বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব এবং লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল৷

বিশ্বকাপে ফ্ল্যাট পিচ সম্পর্কে চাহাল বলেন, ‘ইংল্যান্ডে ফ্ল্যাট পিচ নিয়ে আমি মোটেই চিন্তিত নই৷ কারণ এই ধরনের পিচে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আমার রয়েছে৷ এছাড়াও আইপিএলে চিন্নাস্বামীর মতো হাইস্কোরিং পিচে আমি খেলে অভ্যস্ত৷ এছাড়া এই পিচে আমাদের মতো প্রতিপক্ষের বোলারাও তো সমানভাবে চাপে থাকবে৷’ এখন পর্যন্ত ভারতের হয়ে ৪১টি ওয়ানডে ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন এই লেগস্পিনার৷

চাহাল লেগ-স্পিনের অ্যাসেট৷ কারণ হার্ড হিটিং ব্যাটসম্যানদের বিরুদ্ধেও ফ্লাইট দিতে ভয় পায় না হরিয়ানার বছর আটাশের এই লেগ-স্পিনার৷ আইপিএলেও দেখা গিয়েছে ডেভিড ওয়ার্নার ও আন্দ্রে রাসেলের মতো বিগ-হিটার ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই মাইন্ডসেট নিয়ে মাঠে নামেন চাহাল৷

এ প্রসঙ্গে বিরাটের দলের এই লেগস্পিনার বলেন, ‘সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে ডিফেনসিভ স্ট্র্যাটেজি নেওয়া ঠিক নয়৷ রাসেল ও ওয়ার্নারের মতো ব্যাটসম্যানকে বল করার সময় এ সব মাথায় রাখতে নেই৷ এদের বিরুদ্ধে আক্রমণাত্মক বোলিং করতে হবে৷ আউট করার লক্ষ্যে প্রতিটি ডেলিভারি করা উচিত৷’

চাহাল ও কুলদীপ ছাড়াও বিশ্বকাপে দুই স্পিনার অল-রাউন্ডার হয়েছে বিরাটের হাতে৷ বাঁ-হাতি রবীন্দ্র জাদেজা ও ডানহাতি কেদার যাদব৷ ফ্ল্যাট পিচে টিম ইন্ডিয়ার এই দুই স্পিনারও যথেষ্ট সফল৷ ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন৷ রোজ বোলে বিরাটদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷

(ঢাকাটাইমস/২৫ মে/এসইউএল)