বঙ্গবন্ধু মেডিকেলে অগ্নিনিরাপত্তা বাড়ানোর তাগিদ ভিসির

প্রকাশ | ২৫ মে ২০১৯, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়–য়া হাসপাতালের সি ব্লকে রাউন্ড দিয়ে অগ্নিনিরাপত্তার অবস্থা পরিদর্শন করেছেন।

শনিবার সকালে পরিদর্শনকালে উপাচার্য হাসপাতালে অগ্নিকা- হলে বা এ ধরনের দুর্ঘটনা ঘটলে রোগী, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা যাতে নিরাপদে বের হতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের সব সিঁড়ি যাতে চলাচলের উপযোগী থাকে সেজন্য দ্রুততার সঙ্গে সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন উপাচার্য। সাথে সাথে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র রাখার ওপর গুরুত্ব দেন। অগ্নিদুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে ঢুকতে পারে সে বিষয়ে উপাচার্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং এ সংক্রান্ত কার্যক্রমও শুরু হয়েছে বলে জানা গেছে।  এ ব্যাপারে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং একাধিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শনের সময় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫মে/এএ/জেবি)