গবেষণার জন্য অনুদান পেলেন বিএসএমএমইউর ৫৩ শিক্ষক-চিকিৎসক

প্রকাশ | ২৫ মে ২০১৯, ২০:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫৩ শিক্ষক ও চিকিৎসককে গবেষণা মঞ্জুরি দেওয়া হয়েছে।

শনিবার বিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার তার অফিসে চিকিৎসকদের মাঝে এই অনুদান তুলে দেন।

মোট ৪৫ জন শিক্ষক, একজন কনসালটেন্ট ও সাতজন মেডিকেল অফিসার পাচ্ছেন এ অনুদান।

এ সময় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মৌলিক এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। সেই বিষয়ে খেয়াল রেখে এবং জনগণের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে জনকল্যাণধর্মী গবেষণায় প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। গবেষণায় প্রাপ্ত বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট সকল জানাতে হবে যাতে মানুষ এ বিষয়ে সচেতন হয় এবং সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন।’

 ঢাকাটাইমস/২৫মে/এএ/ইএস