জর্ডানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রকাশ | ২৫ মে ২০১৯, ২১:৩১

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

জর্ডানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জর্ডানের আম্মানে আল বালাদের কফি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.এস শ্যামল সরকারের পরিচালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে আগত সকল প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এতে আরো উপস্থিত ছিলেন- প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বশির, রেজাউল করিম জিয়া, নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কোহিনূর রহমান, সোহেল হাকিম, স্বপন ব্যাপারী, কিবরিয়া মুন্সি, জয়নাল আবেদীন মামুন, প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হানিফ মাস্টার, তাজুল ইসলাম, অহিদ পাটোয়ারী, সোহাগ হোসেন, জুয়েল মিয়া,  প্রবাসী বাংলাদেশি নাট্য শিল্পী একাডেমির সভাপতি আন্না হাওলাদার, স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সভাপতি রাশেদ কাদের, স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সহ-সভাপতি  আনোয়ার হোসেনসহ জর্ডানের আম্মান, সাহাব শিল্পাঞ্চল, আল দুলাল শিল্পাঞ্চল, আল হাসান, ইরবিদ, মারকা, জারকা, আলতা জুমা শিল্পাঞ্চলে  কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে জর্ডানে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিসহ দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)