‘ভেনেজুয়েলায় বাইরের হস্তক্ষেপ মানবে না রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০১৯, ১০:১৩ | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ১০:০৪

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তিগুলোর যেকোনো হস্তক্ষেপের ঘোর বিরোধী রাশিয়া। সেখানে বাইরের কারো হস্তক্ষেপ রাশিয়া মানবে না। মস্কোয় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এমন কথা জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

রিয়াবকভ বলেন, ভেনেজুয়েলায় বিদেশি সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না রাশিয়া। মস্কো মনে করে, ভেনেজুয়েলার চলমান সংকট নিরসনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ভেনেজুয়েলার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে নিঃশর্ত সংলাপ আয়োজনের পক্ষপাতি।

গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার সরকার বিরোধী নেতা হুয়ান গুইদো আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে এক জনসভায় নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো সরকারকে উৎখাতের জন্য ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ জোরদার করেন এবং একাধিকবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তবে রাশিয়া ভেনেজুয়েলায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে।

ঢাকা টাইমস/২৬মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :