আমেরিকার বিরুদ্ধে সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত: রুহানি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ১০:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আমেরিকার বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে ইরানের বিরুদ্ধে আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি জনগণ কখনো চাপের কাছে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না।

আমেরিকা ইরানকে নতজানু করতে পারবে না- উল্লেখ করে রুহানি বলেন, আমেরিকার বিরুদ্ধে সংঘাতে ইরান নিশ্চিতভাবে বিজয়ী হবে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অবৈধভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে ভর্ৎসনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন।

ঢাকা টাইমস/২৬মে/একে