সবার বিশ্বাস অর্জন করতে চান মোদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:০২ | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ১৩:৫২

আনুষ্ঠানিকভাবে এনডিএর নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া মোদির নেতৃত্বে সরকার গঠনের অনুমতি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পূর্বে বিজয়ী প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন মোদি। এছাড়া দ্বিতীয় মেয়াদের সংখ্যালঘুসহ সকলের বিশ্বাস অর্জন করতে চান বলে জানিয়েছেন তিনি। এসময় মোদি অভিযোগ করে বলেন, ভোট ব্যাঙ্কের দোহায় দিয়ে বরাবরই সংখ্যালঘুদের ঠকানো হয়েছে।

মোদি বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এটি সব দিক থেকে আলাদা। এবার দেশের মানুষ প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিয়েছে। আমি আপনাদের থেকে আলাদা নই। আমরা ভাল কাজ করে যাব। স্বাধীনতার আগে ভারতীয়রা যেভাবে আন্দোলন করেছেন আমাদের সেই মানসিকতা নিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ ভোট ব্যাঙ্কের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছে। এসব বন্ধ করতে আমাদের লড়তে হবে।’

তিনি বলেন, ‘‘এতদিন আমাদের স্লোগান ছিল ‘সব কা সাথ সবকা বিকাশ’। এখন এর সঙ্গে ‘সব কা বিশ্বাস’কে জুড়তে হবে। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন বিজেপি থেকে শুরু করে এনডিএর সাংসদরা আমায় নেতা বেছে নিয়েছেন বলে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সাংসদকেই অভিনন্দন জানাতে চাই তবে যারা প্রথমবার জিতেছেন তাদের বেশি করে অভিনন্দন জানাতে চাই।’

মোদি বলেন, ‘আমরা অনেক বেশি জন সমর্থন পেয়েছি তার মানে আমাদের দায়িত্বও বেড়েছে। আজ আমাদের শপথ নেওয়ার দিন। নতুন ভারত গড়ার সময় এসে গিয়েছে। গোটা বিশ্ব খুব কাছ থেকে ভারতের ভোট দেখেছে। ভার‍তীয়রা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন তা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছে।’

ঢাকা টাইমস/২৬মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :