ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ১৬:৩৮

ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার আনন্দ নিরাপদ করতে তৎপর রয়েছে র‌্যাব। কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামে যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করবে সংস্থাটি।

গতকাল দুপুরে কমলাপুর রেলস্টেশনে ঈদ নিরাপত্তা পর্যবেণ শেষে এসব কথা বলেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ঈদকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‌্যাব সবসময়ই কাজ করে। এবারো ঈদুল ফিতর উপলে কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামের বাড়ি যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে তৎপরতা রয়েছে র‌্যাব। মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘ট্রেনের টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‌্যাব-৩ সর্বদা তৎপর থাকছে।’

র‌্যাবের সঙ্গে রেলওয়ে কর্তৃপরে নিবিড় যোগাযোগ আছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘কমলাপুরে আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তাছাড়া কোনো অনিয়ম হচ্ছে কি’না, এই বিষয়েও আমদের নজরদারিতে থাকছে।’

‘ঈদের সময় শপিং মলগুলোতে কেনাকাটা এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এসব জায়গায় আসা-যাওয়ার মধ্যে যেনো কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র‌্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে পেট্রোল, চেকপোস্ট অব্যাহত থাকছে।’

(ঢাকাটাইমস/২৬মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :