এগারো বিশ্বকাপে সেরা এগারো রান স্কোরার

প্রকাশ | ২৬ মে ২০১৯, ১৭:৫৭ | আপডেট: ২৬ মে ২০১৯, ১৮:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের আসর। দেড় মাসব্যাপী ক্রিকেট যুদ্ধে শুরুর আগে একনজরে দেখে নিন এগারো বিশ্বকাপে সেরা এগারো রান স্কোরার কারা।

১৯৭৫ বিশ্বকাপ: ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের মাটিতে ৪ ম্যাচ খেলে সর্বাধিক ৩৩৩ রান হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ডান হাতি ব্যাটসম্যান গ্লেন টার্নার৷ ওয়েস্ট ইন্ডিজের কাছে সেবার সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড৷

১৯৭৯ বিশ্বকাপ: ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান হাঁকান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রীনিজ৷ তাঁর ব্যাট থেকে এসেছিল ২৫৩ রান৷

১৯৮৩ বিশ্বকাপ: ইংল্যান্ডের হয়ে ৮৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছিলেন ডেভিড গাওয়ার৷ ইংল্যান্ডের বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৩৮৪ রান হাঁকিয়েছিলেন৷

১৯৮৭ বিশ্বকাপ: ইংল্যান্ডের হয়ে ১৯৮৭ বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বাধিক ৪৭১ রান হাঁকিয়েছিলেন গ্রাহাম গুচ৷

১৯৯২ বিশ্বকাপ: এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান ৪৫১ রান হাঁকিয়েছিলেন মার্টিন ক্রো৷

১৯৯৬ বিশ্বকাপ: ৫২৩ রান হাঁকিয়ে টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন শচীন রমেশ টেন্ডুলকার।

১৯৯৯ বিশ্বকাপ: টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন রাহুল দ্রাবিড়৷ ব্যাট হাতে ৪৬১ রান হাঁকান দ্রাবিড়।

২০০৩ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান হাঁকিয়েছিলেন শচীন রমেশ টেন্ডুলকার।

২০০৭ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার জার্সিতে টুর্নামেন্টের সর্বাধিক ৬৫৯ রান হাঁকিয়েছিলেন বাঁ-হাতি ক্রিকেটার ম্যাথু হেডেন৷

২০১১ বিশ্বকাপ: টুর্নামেন্টে সর্বাধিক রান এসেছিল শ্রীলঙ্কার দিলশানের ব্যাট থেকে৷ টুর্নামেন্টে ৫০০ রান হাঁকিয়েছিলেন দিলশান৷

২০১৫ বিশ্বকাপ: টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল৷ ৫৪৭ রান হাঁকিয়েছিলেন কিউইদের ডানহাতি এই ওপেনার৷

(ঢাকাটাইমস/২৬ মে/এসইউএল)