ডিআরইউর দুই যুগ পূর্তিতে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ২০:৫৫

পেশাদার রিপোর্টারদের সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) দুই যুগ পূর্তি গতকাল উদযাপিত হয়েছে।

সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান সেগুনবাগিচায় অবস্থিত সংগঠন চত্বরে রবিবার বেলা সাড়ে ১১টায় বর্তমান ও সাবেক নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নেতারা বেলুন ও পায়রা উড়িয়ে ডিআরইউর দুই যুগ পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর ডিআরইউ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠন চত্বরে এসে শেষ হয়।

এসময় ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউর বর্তমান যুগ্ম-সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে দুই যুগপূর্তি উদযাপনের জন্য দিনব্যাপী অন্য কর্মসূচির মধ্যে ছিল বিকাল ৪টায় আলোচনা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যা ৬টায় বর্তমান ও সাবেক নেতাদের সাথে নিয়ে কেক কাটা। এছাড়া সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ প্রতিষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৬মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :