তৃতীয় বর্ষে পা দিলো ‘রাহালা রিমিল ডান্স গ্রুপ’

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ২১:৪৫

দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পা দিয়েছে রাজশাহী অঞ্চলের সাঁওতাল, উঁরাও, মুন্ডা, মাহালীসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের তরুণ-তরুণীদের ‘রাহালা রিমিল ডান্স গ্রুপ’।

এ উপলক্ষে রবিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, নাচ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পবা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আশরাফুল হক তোতা, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবির আহমেদ বিন্দু, রাহালা রিমিল ডান্স গ্রুপের উপদেষ্টা সুভাষ চন্দ্র হেমব্রম।

গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ।

অনুষ্ঠানের শুরুতে রাহালা রিমিল ডান্স গ্রুপের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :