পতনের শীর্ষে ফিনিক্স ফিন্যান্স

প্রকাশ | ২৬ মে ২০১৯, ২২:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার দরপতনের শীর্ষ দশের তালিকায় শীর্ষে ছিল ফিনিক্স ফিন্যান্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৫ শতাংশ বা ৩ টাকা ৭০ পয়সা কমেছে।

শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ৮৬৫টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

দরপতন তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সাউথ ইস্ট ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে। সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয় এর শেয়ার। এদিন কোম্পানিটি ৮ লাখ ৬২ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে এর শেযার। এদিন কোম্পানিটি ১ লাখ ১১ হাজার ৩১০টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৭ লাখ ২৪ হাজার টাকা।

দরপতনের শীর্ষ দশ তালিকার অন্য কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রিপাবলিক ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো ও ইন্দো-বাংলা ফার্মা।

(ঢাকাটাইমস/২৬মে/মোআ)