পর্তুগালে বাংলাদেশ দূতাবাদের ইফতার মাহফিল

রনি মোহাম্মদ, পর্তুগাল
 | প্রকাশিত : ২৬ মে ২০১৯, ২২:৫৪

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগালের উদ্যোগে ২৫ মে শনিবার বাঙালি অধ্যুষিত মাতৃ মনিজের বায়তুল মোকারম জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী।

উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন সামাজিক আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি।

বায়তুল মোকারম জামে মসজিদেরিএ ইফতার ও দোয়া মাহফিলে মুসল্লিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলে সকল প্রবাসীর সাথে এ সময় রাষ্ট্রদূত কুশল বিনিময় করেন এবং রমজানের শিক্ষা ব্যক্তিজীবনে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান।

ইফতার পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা আবু সাইদ বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান।

ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশে, প্রবাসেরসহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :