এতিমদের সৌজন্যে জয়পুরহাট ছাত্রদলের ইফতার মাহফিল

প্রকাশ | ২৬ মে ২০১৯, ২৩:২৮

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে এতিম শিশুদের ইফতার করাল জেলা ছাত্রদল।

রবিবার বিকালে নতুনহাট এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

এ ইফতার ও দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ফজলু রহমান, অধ্যক্ষ শামছুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, যুবদলের ভাপতি এসএইচএম ওবাইদুর রহমান সুইট,  সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের  সহ সভাপতি শামস মতিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)