গাড়িতে বিস্ফোরণে দুই পুলিশ আহত

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০৯:৫৭ | আপডেট: ২৭ মে ২০১৯, ১০:০০

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ির কাছে রবিবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মতিঝিল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলি নোমান গণমাধ্যমকে বলেন, 'তখন কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক বিভাগের একজন নারী এএসআই পায়ে এবং একজন রিকশাচালক মাথায় আঘাত পান। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনাটি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এটি কোনো বোমা নাকি ককটেল বিস্ফোরণ, সেখানে কি ছুড়ে মারা হয়েছে নাকি আগে থেকে রাখা ছিল, কারা এই ঘটনা ঘটিয়েছে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এ সময় পুলিশের ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে কাছের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপণের সরঞ্জাম এনে আগুন নেভানো হয়।

(ঢাকাটাইমস/২৭মে/জেবি)