ভারতে টুপি পরায় মুসলিম যুবককে মারধর

প্রকাশ | ২৭ মে ২০১৯, ১১:০৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের চিত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোদি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সম্প্রতি গরুর মাংস রাখার দায়ে নারীসহ তিন মুসলিমে মারধরের ঘটনার পর আবার একই ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার গুরুগ্রাম শহরে। টুপি পরার কারণে এক মুসলিম যুবক মারধরের শিকার হয়েছেন।  

রবিবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই যুবক৷ মাথায় ছিল টুপি৷ যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে বিপদে পড়েন ওই ব্যক্তি৷ তাকে দেখেই এগিয়ে আসেন ৫-৬ জন যুবক৷ প্রশ্ন করে কেন এই টুপি পরেছে সে৷ প্রার্থনার কথা বলতেই তারা আরও রেগে যায়৷ এরপরই টুপিটি খুলে দেয় তারা৷ হুমকি দিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় মাথায় টুপি পরে চলা ফেরা করা নিষেধ৷

এখানেই শেষ নয়৷ টুপিটি ওই ব্যক্তির মাথা থেকে খুলে নিয়ে যুবকরা তাকে মারধর করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে গুরুগ্রামের সর্দার বাজার এলাকায়৷ অভিযুক্ত যুবকরা কারা তার সন্ধানে পুলিশ৷ অশান্তি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ৷

দিন কয়েক আগেই লোকসভা ভোট মিটতে না মিটতে ফের তাণ্ডব শুরু করে গো-রক্ষকরা৷ গোমাংস রাখার অভিযোগে মধ্যপ্রদেশের সেওনিতে তিন মুসলিমকে গাছের সঙ্গে বেধড়ক মারধর করা হয়৷ গো-রক্ষকদের রোষ থেকে রেহাই পাননি এক মুসলিম মহিলাও৷

ঢাকা টাইমস/২৭মে/একে