ফেদেরারের দারুণ জয়

প্রকাশ | ২৭ মে ২০১৯, ১১:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চার বছর পর রোলাঁ গারোয় ফিরে তৃতীয় বাছাইয়ের মর্যাদা পেয়েছেন রজার ফেদেরার। রবিবার দুরন্ত জয়ে ফরাসি ওপেন অভিযান শুরু করলেন সুইস কিংবদন্তি। প্রথম রাউন্ডে ইতালিয়ান তারকা লরেঞ্জো সোনেগোকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন ২০০৯ এর চ্যাম্পিয়ন ফেদেরার।

শেষবার ফরাসি ওপেন খেলতে নেমছিলেন ২০১৫ সালে। ২০১৬ সালে পিঠের চোটের জন্য রোলাঁ গারোর কোর্টে নামতে পারেননি সুইস কিংবদন্তি। পরের দুবছর স্বেচ্ছায় নিজেকে ক্লে কোর্ট মৌসুম থকে সরিয়ে রাখায় প্যারিসে পা দেননি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। অবশেষে দীর্ঘ চার বছর পর এবার রোলাঁ গারোয় খেলতে নামলেন তিনি।

বছর চব্বিশের লরেঞ্জো এর আগে কখনও মুখেমুখি হননি ৩৭ বছর বয়সী রজারের। সেদিক থেকে ফেদেরারে প্রতিপক্ষ হিসাবে নিতান্তই আনকোরা ছিলেন ইতালিয়ান তরুণ। অভিজ্ঞ রজারের বিরুদ্ধে ম্যাচে স্বাভাবিকভাবেই অসহায় দেখায় সোনেগোকে। ১ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে অনভিজ্ঞ প্রতিপক্ষকে ৬-২, ৬-৪, ৬-৪ সেটে উড়িয়ে দেন এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর ফেদেরার।

সূচি অনুযায়ী রাফায়েল নাদালের অর্ধে অবস্থান করা রজার দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন জার্মান তরুণ অস্কার ওত্তের। লাকি লুজার হিসাবে খেলতে নেমে জার্মান তরুণ প্রথম রাউন্ডে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-০ সেটে হারিয়ে দেন তিউনিশিয়ার মালেক জাজিরিকে।

জয়ের পর ফেদেরার বলেন, ‘নতুন করে শুরু করায় যেহেতু একটা চাপ থাকে, তাই প্রথম দিকে একটু নার্ভাস লাগছিল। লোকে দেখতে চাইছিল আমার কাম ব্যাকটা কেমন হয়। গত কয়েক দিনে আমার রোলাঁ গারোয় ফেরা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে শুরুটা ঠিক মতো হওয়ায় চাপ কেটে যায়। ম্যাচের আগে এবং পরে শারিরীক সমস্যা দেখা দেয়নি। সবকিছুই ঠিকঠাক রয়েছে। স্বাভাবিকভাবেই আমি আশাবাদী বাকি টুর্নামেন্ট নিয়ে।’

(ঢাকাটাইমস/২৭ মে/এসইউএল)