টেইলরের অনুপ্রেরণা গেইল

প্রকাশ | ২৭ মে ২০১৯, ১২:০৪ | আপডেট: ২৭ মে ২০১৯, ১২:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অনুপ্রেরণা ক্রিস গেইল। অনুপ্রাণিত রস টেইলর। দ্য ইউনিভার্স বসের ছক্কা মারার সহজাত দক্ষতায় নয়। বরং দীর্ঘদিন সর্বোচ্চ স্থরে স্বমহিমায় বিচরণের জন্য। এই নিয়ে মোট চারটি বিশ্বকাপ খেলতে চলেছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান টেইলর। গেইলের মতো শরীর সঙ্গ দিলে ফিরতে পারেন ক্যারিয়ারের পঞ্চম আইসিসি বিশ্বকাপেও। এমনটাই জানালেন কিউই তারকা।

আসলে রস টেলরের বয়স এখন ৩৫। গেইল ৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলবেন এবার। বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও গেইলের চার-ছক্কা মারার ক্ষমতা এখনও অমলিন। ব্যাট হাতে এখনও একই রকম ধ্বংসাত্মক ক্যারিবিয়ান দৈত্য। টেইলর ৩৯ বছর বয়সে গিয়ে গেইলের মতো ছক্কা হাঁকাবেন, এমনটা আশা করছেন না। শুধু আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলার ধকল নেওয়ার মতো শারিরীক পরিস্থিতিতে থাকলেই বিশ্বকাপে ফিরতে পারেন বলে জানান।

যদিও সবটাই সম্ভাবনার কথা। আপাতত এটাই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধরে নিচ্ছেন টেইলর। তাঁর কথায়, ‘এখনই আমার বয়স ৩৫ বছর। তবে কারও পক্ষে বলা সম্ভব নয়, আগে কী হতে পারে। ক্রিস গেইল এক্ষেত্রে প্রেরণা হতে পারে। এবার ৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলবে ও। পরের বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৩৯। এটা সহজ বিষয় না হলেও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।’

টেইলর আরও বলেন, ‘এত আগে থেকে বলা সম্ভব নয়। সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে শিরাগুলি মাংসপেশীর সঙ্গ না ছাড়লে চার বছর পরে বিশ্বকাপে ফিরতেও পারি।’

উল্লেখ্য, ভারতকে ৬ উইকেটে হারিয়ে দেওয়ার পর সোমবারই ওভালে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলে টেইলর বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত দিয়েছেন শুরুতেই।

(ঢাকাটাইমস/২৭ মে/এসইউএল)