বাংলাদেশের বিপক্ষে বিজয়ের পরীক্ষা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০১৯, ১৪:৫৩

রাহুল করেছেন মাত্র ৬ রান। তারপরই দাবি উঠেছে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ওয়ার্ম ম্যাচে চারে দেখে নেওয়া হোক বিজয় শঙ্করকে। কিউইদের বিরুদ্ধে কেনসিংটন ওভালে খেলা হয়নি বিজয়ের। প্র্যাক্টিসে নেট বোলার খলিল আহমেদের বলে হাতে চোট পান তিনি। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকেই তারপর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিজয় ফিটই আছেন। তারপরই অনেকে বলতে শুরু করেছেন, শেষ সুযোগে দেখে নেওয়া হোক বিজয়কে।

চার নম্বরে বিজয়কে খেলানোর বড় সমর্থক সঞ্জয় মঞ্জরেকরও। তিনি বলেছেন, ‘আমি বিজয়কে চারে দেখে নেওয়ার পক্ষপাতী। তা হলে বোঝা যাবে, কীভাবে ও পরিস্থিতিটা সামলাতে পারছে।’

রাহুল সম্পর্কে মঞ্জরেকরের সাফ কথা, ‘রাহুলের টেকনিক নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ও সাধারণ ভাবে এক বা দুই নম্বরের জন্য বেশি উপযোগী। চার নম্বরে খুব কমই ব্যাট করেছে। সেটা যখন করেইনি, তখন চার নম্বরে রাহুলকে রাখতে পারছি না। তার চেয়ে দুই ওপেনারের বিকল্প হিসেবে রাহুলকে ব্যবহার করা হোক।’

ক্রিকেটীয় ব্যাখ্যাও উঠে এসেছে মঞ্জরেকরের কথায়, ‘চার নম্বরের খেলার ধরনটা একটু অন্য রকম হয়। ২০-২ হোক বা ২২০-২, চার নম্বরকে ব্যাটসম্যানকে গিয়ার বদলে ব্যাট করতে হবে। তাকে গ্যাপ দেখে খেলতে হবে। স্পিন সামলাতে হবে। এখানেই রাহুল আর বিজয়ের তফাৎ। রাহুল সব সময়ই ওপেন করে এসেছে আর বিজয় মিডল অর্ডারে। তাই আমি এই গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারটায় বিজয়কেই চাইছি।’

ভারতীয় টিম ম্যানেজমেন্টও তেমন ভাবনাই শুরু করে দিয়েছে। কারণ মূল পর্বে ভারতের প্রথম দুটো ম্যাচই শক্তিশালী দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দেশ ছাড়ার আগে খোদ ক্যাপ্টেন বিরাট কোহলি বলে দিয়েছিলেন, ‘আমাদের ধারাবাহিকতা দেখাতে হবে। এবং সেটা দেখাতে হবে, প্রথম ম্যাচ থেকেই।’

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আগামীকাল (মঙ্গলবার) কার্ডিফে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা সন্দেহ। কারণ সেখানে এখন ঘনঘন বৃষ্টি হচ্ছে। রবিবার এই ভেন্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়।

(ঢাকাটাইমস/২৭ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :