ব্যাট করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান

প্রকাশ | ২৭ মে ২০১৯, ১৬:০২ | আপডেট: ২৭ মে ২০১৯, ১৬:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড ও আফগানিস্তান। সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমেছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ১৫ রান।

অন্যদিকে, লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান।

প্রস্তুতি ম্যাচে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানে হেরেছিল শ্রীলঙ্কা। আর পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছিল আফগানিস্তান।

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে দশটি দল অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান।

(ঢাকাটাইমস/২৭ মে/এসইউএল)